• December 5, 2024

মহালছড়িতে স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন ৩০ ডিসেম্বর

 মহালছড়িতে স্থগিত হওয়া একটি ভোট কেন্দ্রে  ভোট গ্রহন  ৩০ ডিসেম্বর

মহালছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে স্থগিত হওয়া একটি কেন্দ্রে পূনরায় ভোট অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। স্থগিত হওয়া কেন্দ্রটিতে প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান পদে – ৩ জন, সংরক্ষিত নারী আসনে ৩ জন, সাধারণ সদস্য পদে ৫ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে  এর মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ে স্থগিত হওয়া কেন্দ্রটির ভোট পূনরায় ভোটগ্রহন হবে ৩০ ডিসেম্বর। এই কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৩০৫ জন।

গত ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়া তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মাইসছড়ি ইউনিয়নে  ৯ টি  ভোট কেন্দ্রের মধ্যে ১ টি কেন্দ্র ভোট জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে স্থগিত ঘোষণা করা হয়। বাকি ৮ টি কেন্দ্রের ফলাফলেচেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছেন ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ ভোট।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post