• September 14, 2024

মহালছড়ির চৌংড়াছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ 

 মহালছড়ির চৌংড়াছড়িতে মাহা সাংগ্রাই উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ 

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি হেডম্যান পাড়া গ্রামে মাহা সাংগ্রাই উপলক্ষে প্রায় ৫০/৬০ টি গরীব পরিবার ও বয়োজ্যেষ্ঠদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার সকাল ১০ টার দিকে চৌংড়াছড়ি গ্রামের সুইচিংমং মারমা(ক্যজরী) কার্বারী ও মাচিং মারমা’র পরিবার বর্গের সৌজন্যে এবং অহ্লা মারমা ও মেম্বার পরিবার বর্গের সহযোগিতায় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও সাংগ্রাইং উপলক্ষে বিভিন্ন খেলাধূলার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে আর্থিক অনুদান ও খেলাধূলা সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য ও বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫১ নং মৌজার হেডম্যান ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্যচিংমিং চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন ডা. অংক্যজাই মারমা, অংহলা মারমা(মেম্বার), মংমংশি মারমা, কংলাচাই মারমা(কার্বারী), নাইন্দা মারমা(কার্বারী) ও অংসাজাই মারমা(কার্বারী) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post