মহালছড়ির সিঙ্গিনালা বাজারে ২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

শেয়ার করুন
মিল্টন চাকমা, মহালছড়ি(স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা মহামুনি পাড়ার এক গ্রাম্য বাজারের একটি মুদি দোকানে শনিবার  ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে মুবাছড়ি  ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কিছু অংশ।
পুড়ে যাওয়া ব্যবসায়ীক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন ভবদত্ত চাকমা ও মংলা মারমা।  তারা বলেন দুটি দোকানে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
পুড়ে যাওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি  তাৎক্ষনিকভাবে পরিদর্শনে এসেছেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান ও  থানার উপ পরিদর্শক শফিকুল ইসলাম। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করেছেন তারা।

Leave a Reply