• July 27, 2024

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 

 মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ৫ মে রোববার সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীতা বাছায়ের দিনে ৩ জন চেয়ারম্যান ও ৪ জন ভাইস চেয়ারম্যান মোট ৭জন  প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ।
এ সময়  সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন, মহালছড়ি উপজেলা কৃষি ব্যাংক ব্যবস্থাপক বিপুল চাকমা,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রার্থী ও প্রার্থীগনের সমর্থকগণ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তৃতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ২ মে  মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ পর্যন্ত  চেয়ারম্যান ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন মোট ৭ জন  প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ৫ মে প্রার্থীতা বাছাইয়ের দিনে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
 প্রার্থীতা প্রত্যাহার ১২ মে  ও প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহন ২৯ মে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post