খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় অবৈধ উপায়ে মাছ পাচার কালে মাছসহ মোঃ আলমগীর হোসেন নামে এক মৎস ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ মৎস উন্নয়
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় অবৈধ উপায়ে মাছ পাচার কালে মাছসহ মোঃ আলমগীর হোসেন নামে এক মৎস ব্যবসায়ীকে আটক করে বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি। ১০ মে সকাল ৯ টার সময় বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কমর্কতা নাসরুল্লাহ আহমেদ ও তার সহযোগীদের নিয়ে অভিযান চালিয়ে এসব অবৈধ মাছ আটক করে।
আটককৃত মাছ পরর্বতীতে মহালছড়ি উপকেন্দ্রে নিয়ে গিয়ে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয় যহার আনুমানিক মূল্য ধরা হয়েছে সাত হাজার টাকা। উল্লেখ্য কাইপ্তাই লেকে মাছের সুষ্ঠু প্রজনন, বংশ বৃদ্ধি ও লেকের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ, বাজারজাতকরণ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে।