• December 12, 2024

মহালছড়িতে আওয়ামীলীগ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে শুক্রবার মহালছড়ি টাউন হলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের অভ্যার্থনা জানান, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। দেশ ও জাতির কল্যাণে ইফতারপূর্ব এক বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আওয়ামীলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকজনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়েগণ মাহফিলে অংশগ্রহন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post