মহালছড়িতে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণা
মহালছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচারণার শুরুতেই খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ এর প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা সারাদিন প্রচারণায় ব্যস্ত সময় কাটালেন মহালছড়িতে।
১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি উপজেলার প্রবেশ মূখ মাইসছড়িতে স্বত:স্ফুর্তভাবে দলীয় কর্মীরা দীর্ঘ গাড়ির বহর নিয়ে নিজ দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে অভ্যার্থনা জানান। মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক রতন কুমার শীল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া ও রোকন মিয়াসহ বিশাল এক কর্মীবাহিনী প্রচারণায় অংশ নেন। সারাদিনের ব্যস্ততার মধ্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি চৌধুরীপাড়া, মহালছড়ি সদর ও সিঙ্গিনালাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গিয়ে পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশ পরিচালনায় সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। তাই তিনি শেখ হাসিনার নেতৃত্বকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, চাইথোয়াই মারমা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, এডভোকেট আশুতোষ চাকমা, এডভোকেট সুপাল চাকমাসহ খাগড়াছড়ি জেলার স্বনামধণ্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।