মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা অধিদপ্তর খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থা ও লীন প্রকল্পের যৌথ উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ৮ই মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে পৃথক পৃথক ব্যানারে র্যালী বের হয় এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রোগ্রাম অফিসার কাম ট্রেইনার স্বপ্না চাকমার সঞ্চালনায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুপন চাকমা, খাগড়াপুর মহিলা কল্যান সংস্থ’র প্রকল্প সমন্বয়ক কাজল বরণ ত্রিপুরা, লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কোর্ডিনেটর হেপী দেওয়ান, মহালছড়ি থানা উপ পরিদর্শক আরাফাত হোসেন প্রমূখ।
আলোচনা শেষে খাগড়াপুর মহিলা কল্যান সংস্থার কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে বাল্য বিবাহ ও কুসংষ্কার প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শিত হয়।