• December 12, 2024

মহালছড়িতে “আলোর ফেরিওয়ালা” সংগঠনের ঈদবস্ত্র বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে ১১ আগষ্ট রবিবার সারাদিন উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, এতিম, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদ বস্ত্র বিতরণ করেছে তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর ফেরিওয়ালা” ।

আলোর ফেরিওয়ালা টিমের সদস্যগণ উপজেলার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে গিয়ে এই বস্ত্র বিতরন করেন। প্রায় ২৮ জন অসহায় পরিবারকে এই বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, তরুণদের নিয়ে গঠিত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠণের পর থেকেই গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণসহ প্রতিবন্ধীদের সহযোগিতা দিয়ে আসছে। এ সংগঠনটি আগামীতে আরো কার্যপরিধি বৃদ্ধি করে সকল সম্প্রদায়ের গরীব ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

এই কার্যক্রমে অংশগ্রহণ করেন উক্ত সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, অর্থ সম্পাদক রিপন ওঝা, বিডি ক্লিনের উপ-সমন্বয়ক কাকন কর্মকার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post