• December 13, 2024

মহালছড়িতে ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক ‘মাল্টি-স্টেক হোল্ডার প্লাটফর্ম’ গঠন পরামর্শ ও আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত লীন প্রকল্পের সহযোগিতায়  ইউনিয়ন পর্যায়ে পুষ্টি বিষয়ক ‘ মাল্টি-স্টেক হোল্ডার প্লাটফর্ম’ গঠন পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় মুবাছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সদস্য রিপন চাকমা’র সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক দরথি চাকমা। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post