Homeস্লাইড নিউজশিরোনাম

মহালছড়িতে ইউপিডিএফ(গণতান্ত্রিক) শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক পন্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙ্

পানছড়িতে মুক্তিযোদ্ধাকে বাড়ি বানিয়ে দিল বিজিবি
লক্ষ্মীছড়িতে ‘নারী উদ্যোক্তা সৃষ্টি’ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
মানিকছড়িতে নতুন ইউএনও তামান্না মাহমুদ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক পন্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙ্গালী সম্প্রদায়ের দুস্থ, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজপাড়াতে এ কম্বল বিতরন করা হয়। এ সময় ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা ইউনিট পরিচালক ইতু চাকমা ও এমএন মারমা পন্থী জেএসএস এর খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ সভাপতি সঞ্জীবন চাকমা (সমর), সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমাসহ স্থানীয় গান্যমান্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহালছড়ি ইউনিট পরিচালক ইতু চাকমা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ইউপিডিএফ এর জন্ম হয়। ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রসিত গ্রুপের ইউপিডিএফ এর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ গণতান্ত্রিক ইউপিডিএফ কখনোই বরদাশত করবেনা। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবেই হোক প্রতিহত করবে।

তিনি সবশেষে গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রতি আস্থা রেখে সকলকে সহযোগিতা করার আহবান জানান।