মহালছড়িতে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে মহালছড়ি সেনাবাহিনী।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল মঙ্গলবার সকালে চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের নতুনপাড়া এলাকায় শতাধিক স্থানীয় জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ , আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি। এ সব সামগ্রী প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রোজার মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।