মহালছড়িতে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী

মহালছড়িতে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে মহালছড়ি সেন

পানছড়ি যুব রেড ক্রিসেন্টের ইফতার মাহফিল
মানিকছড়িতে শ্লীলতাহানির ঘটনায় মামলা, যুবক আটক
গণ সংবর্ধনায় সিক্ত হলেন বিশ্বখ্যাত খাগড়াছড়ির তিন ফুটবল কন্যা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পাহাড়ী ও বাঙ্গালীদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে মহালছড়ি সেনাবাহিনী।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন এর দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল মঙ্গলবার সকালে চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের নতুনপাড়া এলাকায় শতাধিক  স্থানীয় জনগণের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ , আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি। এ সব সামগ্রী প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রোজার মাঝে আমাদের আনন্দ ও ত্যাগের মহিমা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দিতে মহালছড়ি জোনের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। অসহায় মানুষদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও থাকবে বলে জানান তিনি।