মহালছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক সভা
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার সময় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী,স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন অফিসের সরকারি কর্মকর্তা বৃন্দ।
উক্ত সভায় ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, বনজ সম্পদ রক্ষা, নিরাপদ খাদ্য সংক্রান্ত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ও স্থানীয় বিভিন্ন সমস্যাসহ আইন শৃংখলা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।