• July 27, 2024

মহালছড়িতে এআরএডি-সিএইচটি প্রকল্পের কর্মশালা

মিল্টন চাকমা, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এআরএডি-সিএইচটি প্রকল্প, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস) কর্তৃক আয়োজিত “স্থানীয় পর্যায়ের ইস্যু নির্ধারন ও টেকসই উন্নয় লক্ষ্যমাত্রা অর্জনে করনীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি ( কেএমকেএস)র সাধারণ সম্পাদক শাপলা দেবী ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, প্রকল্প কোর্ডিনেটর মণিষা তালুকদার।

কর্মশালায় স্থানীয়ভাবে বিভিন্ন সমস্যার ইস্যু নির্ধারণসহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয় এবং জাতীয় পর্যায়ে সরকারী উদ্যেগ সম্পর্কে আলোচনা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post