মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন,

মানিকছড়িতে যুবলীগ নেতা অপহরণের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়িতে শিশু ধর্ষণ চেষ্টার মামলায় আটক ১
লক্ষ্মীছড়িতে বৈসাবি’র র‌্যালি
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
৭ মার্চ বুধবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সরকারি বেসরকারী সংস্থা পৃথক পৃথক ভাবে শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা, মাইসছড়ি কিশোরি ক্লাব এবং স্থানীয় মহালছড়ি শিল্পকলা একাডেমীর শিশু শিল্পীদের নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেছে।
আলোচনা সভায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।