• April 29, 2025

মহালছড়িতে করোনা ভাইরাস সংক্রমণরোধে নানা প্রচারণা

মিল্টন চাকমা, মহালছড়ি: মহালছড়িতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি রোধে জনসচেতনতামূলক ব্যপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।

৯ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন, ক্যায়াংঘাট ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন ও মহালছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় গিয়ে প্রচারনা চালাতে দেখা যায়। প্রচারনার সময় নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত ব্যক্তি এবং তাঁর পরিবারের প্রতি সহানুভুতিশীল ও মানবিক আচরণ করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হয়।

জেলা তথ্য অফিসের ঘোষক রিপু খীসা জানান, গত ২০ জুন থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে এবং আগামী ৩০ জুলাই পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার কর্মপরিকল্পনা রয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post