Homeস্লাইড নিউজশিরোনাম

মহালছড়িতে কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধে ঘরবন্দী কর্মহীন ৩ শত ৫০ পরিবারের মাঝে প্রধানমন্

খাগড়াছড়িতে করোনা আক্রান্ত রোগী ১১৫জন, তালিকায় পুলিশ ও স্বাস্থ্য কর্মী
পানছড়িতে বঙ্গবন্ধু’র ৯৯তম জন্ম বার্ষিকী পালিত
সড়ক অবরোধ সফল -ইউপিডিএফ, কাল নতুন কর্মসূচি ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধি নিষেধে ঘরবন্দী কর্মহীন ৩ শত ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

৭ জুলাই বুধবার সকাল সাড়ে ১০ টায় মহালছড়ি টাউন হলে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি কল্যাণমিত্র বড়ূয়া, জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা, সদস্য মংক্যচিং চৌধুরী, সদস্য এড.আশুতোষ চাকমা, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ জেলায়ও অসহায় কোন মানুষ যেন না খেয়ে থাকতে না হয় সে লক্ষ্যে দলীয় নেতা কর্মীরা মাঠ পর্যায়ে করছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।