মহালছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি ক্রীড়া সংস্থার উদ্যেগে বিভিন্ন ক্লাব, সংগঠন ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে বিভিন্ন খেলাধূলা সামগ্রী বিতরন করা হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: রোকন মিয়া’র সঞ্চালনায় মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল প্রমূখ।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে এ সরকার। শারীরিক সুস্থতার জন্য খেলাধূলা অপরিহার্য। এছাড়া খেলাধূলায় সম্পৃক্ত থাকলে এলাকার উঠতি বয়সি ছেলে-মেয়েরা খারাপ অভ্যাস থেকে দূরে থাকবে। শিক্ষার্থী ও যুব সমাজের প্রতি উদ্দ্যেশ্য করে বলেন, সকল খারাপ অভ্যাস ত্যাগ করে খেলাধূলার প্রতি আগ্রহী হয়ে দেশ ও এলাকার সুনাম রক্ষা করার আহবান জানান।