মহালছড়িতে ‘খগেন্দ্র-শান্তি  ফাউন্ডেশন এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মহালছড়িতে ‘খগেন্দ্র-শান্তি  ফাউন্ডেশন এর বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার  মিলনপুর বনবিহার বেইনঘর প্রাঙ্গনে 'খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্

রামগড়ে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড’র অর্থায়নে “স্মার্ট ভিলেজ” শুভ উদ্বোধন
খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই বিতরণ
লক্ষ্মীছড়ি ইউএনও অফিসের নৈশ প্রহরীর উপর হামলার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম এলাকার  মিলনপুর বনবিহার বেইনঘর প্রাঙ্গনে ‘খগেন্দ্র- শান্তি ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর উদ্যেগে Ortho Kids & Trauma Centre এর সার্বিক তত্ত্বাবধানে  সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষুধ বিতরণ, এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৫ডিসেম্বর রোববার সকাল ৯ টায় শান্তিবালা চাকমা ফিতা কেটে স্বাস্থ্য ক্যাম্পেইন উদ্বোধন করেন।   এ সময় খাগড়াছড়ি ও রাঙ্গামাটি থেকে আসা ১৫ জন চিকিৎসক  এ স্বাস্থ্যসেবা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা জানান, প্রয়াত পিতা খগেন্দ্র লাল ত্রিপুরার আত্মার শান্তি ও মঙ্গলের জন্য  প্রতি বছর বিভিন্ন দুর্গম এলাকায় অসহায়  চিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে খগেন্দ্র-শান্তি ফাউন্ডেশন এর  সার্বিক তত্ত্ববধানে সম্পুর্ন  বিনামুল্যে চিকিৎসা সেবা কার্যক্রমটি গত বছর থেকে শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবছর মহালছড়ি  উপজেলা   মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহার বেইন ঘর প্রাঙ্গণে ৫ শতাধিক রোগীকে সম্পুর্ন  বিনামুল্যে  স্বাস্হ্য সেবা এবং দেড় শতাধিক শীতার্থদের মাঝে কম্বল দেয়া হয়েছে।
মেডিকেল  ক্যাম্পে যেসকল বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেছেন তারা হলেন, অর্থো পেডিক রোগ বিশেষজ্ঞ  ডা. আশিষ তঞ্চঙ্গ্যা, ডা. সুবীর চাকমা, ডা. অগ্নিভ চাকমা তুর্য,  সার্জারি, কিডনী এবং মুত্রতন্ত্রের রোগ বিশেষজ্ঞ, ডা. দিগন্ত চাকমা,। শিশু রোগ বিশেষজ্ঞ  ডা. রাজেন্দ্র ত্রিপুরা,ডা. রিপল বাপ্পি চাকমা,বক্ষ ব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ,  ডা. উশেমং মারমা (রাঙামাটি),  গাইনী এন্ড অবঃ (মহিলা) রোগ বিশেষজ্ঞ ডা. বিউটি চাকমা, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. দীপা ত্রিপুরা শুক্লা,  দন্ত রোগ প্রযুক্তিবিধ,ডা.সানু মারমা, স্নায়ু রোগ (নিউরো মেডিসিন) বিশেষজ্ঞ  ডা. মোঃ রুবেল, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. নুনুমং মারমা, ডা. সজীব চাকমা, ডা. ক্যাচিংহ্লা মারমা।
ডা. নয়নময় ত্রিপুরা বলেন, খগেন্দ্র শান্তি ফাউন্ডেশন এর এ কার্যক্রম পরবর্তীতে আরো বড় পরিসরে এগিয়ে নেয়ার  পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।