• February 19, 2025

মহালছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র নেতৃত্বে এক র‌্যালী বের হয় এবং র‌্যালী শেষে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত।

এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান ই জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আ ন ম মাসুম হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা প্রমূখ।

আলোচনায় বক্তাগণ ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক ব্যাপক আলোচনা করেন। প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে সকলকে সচেতন থাকার আহবান জানান বক্তারা। আলোচনা শেষে দুযোর্গ ও অগ্নিকান্ড বিষয়ের উপড় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post