মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের আয়োজনে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলায়  গ্যালারী ভর্তি দর্শকের উত্তেজনাপূর্ণ ও মূহর্মুহ

গুইমারাতে শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
মহালছড়িতে রুপন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
খাগড়াছড়ি ক্রাইম রিপোর্টার্স ইউনিটি’র কমিটি গঠন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের আয়োজনে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলায়  গ্যালারী ভর্তি দর্শকের উত্তেজনাপূর্ণ ও মূহর্মুহ করতালির মাধ্যমে সম্পন্ন হয়েছে। ১৩ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় মহালছড়ি উপজেলা মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টে দুটি শক্তিশালী দল মহালছড়ি শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মহালছড়ি সমাজ কল্যান একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি ৬ আর্মস ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার সুকুমার চন্দ্র নাথ, মহালছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মেহেদি, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

ফাইনাল খেলায় মহালছড়ি শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করে মহালছড়ি সমাজ কল্যাণ একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি সমাপনী বক্তব্য রাখেন। স্থানীয় শিশু শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করা হয়।