• July 27, 2024

মহালছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

 মহালছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়িতে তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মহালছড়ি টাউন হলে দিন ব্যাপী কর্মসূচীতে ১ম পর্বে  উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,  তথ্য কমিশন এর সহকারি পরিচালক( হিসাব ও বাজেট) শাহাদাৎ হোসেইন।
অনুষ্ঠানের ২য় পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,  বিদ্যালয়ের  শিক্ষক, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
অণুষ্ঠানে  নাগরিকের তথ্য অধিকার প্রাপ্তি, তথ্য অধিকারের নিশ্চয়তা  নিয়ে করনীয় সম্পর্কে আলোচনা হয়। প্রত্যেক নাগরিকের বাক বা ভাব প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের গৃহিত  পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post