মহালছড়িতে নতুন বই বিতরণ

মহালছড়ি  প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও উৎসবমূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জাত

পানছড়িতে ইউপিডিএফ’র সাবেক কর্মীকে গুলি করে হত্যা
রামগড়ে মৈত্রী সেতু পরিদর্শনে সোলায়মান আলম শেঠ
মাটিরাঙ্গায় বেলছড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট

মহালছড়ি  প্রতিনিধি: সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতেও উৎসবমূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জাতীয় পাঠ্য পুস্তক বিতরন করা হয়েছে।

১ জানুয়ারী সোমবার সকাল ১০টায় মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিপিকা খীসা, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনমনি চাকমা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ। বই বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ বলেন, বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রশংসনীয় উদ্যেগ। এ ধারাবাহিকতা বজায় থাকলে ঝড়ে পড়া শিক্ষার্থী কমে আসবে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে লেখাপড়ায় আগ্রহ বাড়বে বলে মন্তব্য করেন শিক্ষার্থীদের অভিভাবকগণ।

এছাড়াও  বিভিন্ন স্কুলে এ বই উৎসবের দিনে নৃত্য পরিবেশন, সাংষ্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব উদযাপন করা হয়।