মহালছড়িতে এলাকাবাসীর মেরামত করে দিলো চলাচলের রাস্তা

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলা সদর হতে মুবাছড়ি ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি মেরামত করেছে এলাকাবাসী। বর্ষা মৌসুমে এ রাস্তাটিতে বৃষ্টির পানিতে কা

মহালছড়ির সিঙ্গিনালায় কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ
খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হলো পবিত্র বড়দিন
মহালছড়িতে সেনাবাহিনীর কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলা সদর হতে মুবাছড়ি ইউনিয়নের যাতায়াতের একমাত্র সড়কটি মেরামত করেছে এলাকাবাসী। বর্ষা মৌসুমে এ রাস্তাটিতে বৃষ্টির পানিতে কাঁদা আর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে শত শত মানুষের যাতায়াতের অসুবিধা দেখে ২০ জুলাই মঙ্গলবার মনাটেক গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” সড়কটি মেরামত করার উদ্যেগ গ্রহন করে।

এ উদ্যেগকে সাধুবাদ জানিয়ে সিঙ্গিনালা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ” সবাই দোস্ত” ও মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতি সহ এলাকার অনেকেই এ কাজে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহযোগিতায় এগিয়ে আসেন। যে রাস্তাটি মেরামত হলো মহালছড়ি সদর থেকে মুবাছড়ি ইউনিয়নে প্রবেশদ্বার মহালছড়ি থানা ঘাট থেকে অল্প দূরে ব্রিজপাড়া নামক স্থানে।

এ রাস্তার কারণে শত শত মানুষের ভোগান্তি পোহাতে হয়। এ ভোগান্তি লাঘবে মনাটেক গ্রামের “লুহডিক” সংগঠন রাস্তা মেরামতের উদ্যেগ গ্রহন করে। যাঁরা রাস্তা মেরামত কাজে বিভিন্নভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুহডিক সংগঠনের সভাপতি রতœ উজ্জল চাকমা বলেন, এ সমস্ত কাজ করা একার পক্ষে কখনই সম্ভব নয়। তাই এ রাস্তা মেরামতের সফলতা বা ব্যর্থতা সকলের।

এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা রাস্তা মেরামতের মহতি উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের কাজ দেখলে এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। জনদুর্ভোগ লাঘবে ইউনিয়ন পরিষদ থেকে এ ধরণের রাস্তা মেরামতের বরাদ্দ দেয়া হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, পার্শ্ববর্তী চেঙ্গী নদীর উপড় ব্রিজ নির্মাণ কাজ চলমান থাকায় এ রাস্তায় মেরামতের প্রকল্প বরাদ্দ হয়নি। কারণ ব্রিজ নির্মাণ কাজের সাথে এ রাস্তার কাজ ধরা আছে। ব্রিজ নির্মাণ কাজ সম্পন্ন হলে এ রাস্তার সংষ্কার কাজ শুরু করা হবে।