মহালছড়িতে নিরাপদ মাতৃত্ব দিবসের র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবা

সিন্দুকছড়ি জোন কর্তৃক অসহায় হতদরিদ্রের মাঝে মানবিক সহায়তা প্রদান
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
মাটিরাঙ্গা জোনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ মাতৃত্ব দিবস ২০১৮ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ মে সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মিছবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকের স্টাফ ও উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা কর্মচারী ও ডাক্তারগণ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত বিষয়াদির উপর বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মিছবাহুল আলম এবারের নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য “কমাতে হলে মাতৃ মৃত্যু হার- মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এর উপর আলোপাত করে বাল্য বিবাহ রোধ, অপরিনত বয়সে গর্ভধারণ, কৈশোরে মাতৃত্বের মত ক্ষতিকর দিকগুলি ব›েদ্ধ কমিউনিটি ক্লিনিক সংশ্লিষ্ট দায়ীত্ব পালন কারীদের এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি উপর গুরুত্ব আরোপ করেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।