• December 24, 2024

মহালছড়িতে প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রার্থীরা

মহালছড়ি প্রতিনিধি: আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মহালছড়ি উপজেলায় ৪ ইউনিয়নে ৮১ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকছেন। ৪ ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন এক চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ২৬ জন প্রার্থী।

মাইসছড়ি ইউনিয়ন: মাইসছড়ি ইউনিয়নে ৩৮ জন, মহালছড়ি সদর ইউনিয়নে ২৮জন, মুবাছড়ি ইউনিয়নে ১০ জন, ক্যায়াংঘাট ইউনিয়নে ৫ জন প্রার্থী যার যার প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। অন্য প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রচারণা যুদ্ধে নেমে পড়েছেন অনেকেই । যারা নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে নেমে পড়েছেন তারা হলেন- মাইসছড়ি ইউনিয়নে ঃ চেয়ারম্যান পদে- গিয়াস উদ্দিন লিডার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা(আনারস), মো: আল আমিন হোসেন (হাতপাখা)। সংরক্ষিত মহিলা সদস্য পদে- ১ নং ওয়ার্ডে উম্রা মারমা (সুর্য মূখী ফূল), ম্রাচিংপ্রু মারমা (কলম), মোছা: রাশেদা বেগম (বই)। ২ নং ওয়ার্ডে আর্জিনা আক্তার(তালগাছ) মিনুচিং মারমা (সুর্যমূখী ফুল), মল্লিকা চাকমা (বই), মোছা: লাকী আক্তার (হেলিকপ্টার), সুফিয়া বেগম (কলম)। ৩ নংওয়ার্ড তুলি আক্তার (বই) সাধনা দেবী তালুকদার (হেলিকপ্টার)। সাধারণ সদস্য পদে- ১নং ওয়ার্ড চাম্পা মারমা (ফুটবল), মিটু দাস (আপেল), সাথাউ মারমা (টিউবওয়েল)। ২ নং ওয়ার্ড মো: ওহাব আলী (তালা), মো: তাজুল ইসলাম (ফুটবল), মো: মনির হোসেন (বৈদ্যুতিক পাখা), মো: শাহ আলম (টিউবওয়েল), মো: হযরত আলী (মোরগ)। ৪নং ওয়ার্ড অংশিনু মারমা (ফুটবল), কান্দিয়া মারমা (টিউবওয়েল), চিংহলাঅং মারমা (আপেল), মনু মারমা (মোরগ)। ৫নং ওয়ার্ড মো: আনোয়ার হোসেন (তালা), মো: তাজ উদ্দিন (টিউবওয়েল), মো: বেলাল হোসেন (ফুটবল), মো: মহর আলী (মোরগ), রিগেন চাকমা (আপেল)। ৬নং ওয়ার্ড মো: আশরাফ আলী (ফুটবল), মো: জাহিদ (মোরগ), মো: ফারুক (তালা), মো: সুরুজ জামাল হোসেন (টিউবওয়েল)। ৭ নং ওয়ার্ড গুণ সিন্ধু চাকমা (ফুটবল), মো: বক্কার আলী (টিউবওয়েল)। ৮নং ওয়ার্ড মো: আবদুল বারেক (মোরগ), হেমংকর তালুকদার ( টিউবওয়েল)।

মহালছড়ি সদর ইউনিয়ন : চেয়ারম্যান পদে রতন কুমার শীল (নৌকা), লাব্রেচাই মারমা (আনারস)। সংরক্ষিত মহিলা সদস্য পদে- ১ নং ওয়ার্ড খোদেজা আক্তার (হেলিকপ্টার), জোসনা বেগম (সুর্যমূখী ফূল), মোছা: ফূলবানু (তালগাছ), রিজিয়া বেগম (বই)। ২ নং ওয়ার্ড মোছা: জুলেখা বেগম (বই), মোছা: নার্গিস বেগম (সুর্যমূখী ফূল), সাউমা মারমা (হেলিকপ্টার), সানু মারমা (কলম)। সাধারণ সদস্য পদে- ১নং ওয়ার্ড আবদুল হান্নান (লাটিম), মো: আবদুল রশিদ (টিউবওয়েল), মো: আমির হোসেন (মোরগ), মো: জিয়াউর রহমান (ফুটবল), মো: সালাম মিয়া (তালা)। ২নং ওয়ার্ড অপু দাশ (টিউবওয়েল), সরোজ চৌধুরী (মোরগ)। ৩নং ওয়ার্ড আনোয়ার হোসেন (টিউবওয়েল), আনোয়ার হোসেন (ফুটবল)। ৫নং ওয়ার্ড নরুন্নবী মুসল্লী (মোরগ), শাহাদাৎ হোসেন (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ড অংহলা মারমা (ফুটবল), নাইন্দা মারমা (আপেল), মংশ্লিহ্লা মারমা (টিউবওয়েল)। ৯ নং ওয়ার্ড অনঙ্গ ত্রিপুরা (ফুটবল), কংহলাঅং মারমা (টিউবওয়েল), কান্দি মারমা (আপেল), দোঅংপ্রু মারমা (মোরগ)।

মুবাছড়ি ইউনিয়ন : কংজরী মারমা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বাপ্পা খীসা (আনারস) । সাধারণ সদস্য পদে- ১নং ওয়ার্ড থৈইসাপ্রু মারমা (টিউবওয়েল), মংরে মারমা (ফুটবল), সাইন্দা মারমা (বৈদ্যুতিক পাখা)। ২নং ওয়ার্ড উষাপ্রু মারমা (ফুটবল), সাথোয়াইচিং মারমা (আপেল)। ৩নং ওয়ার্ড অমৃত লাল চাকমা (মোরগ), উষাচিং চৌধুরী (টিউবওয়েল), মংশি মারমা (ঘুড়ি)।

ক্যায়াংঘাট ইউনিয়ন : সংরক্ষিত মহিলা সদস্য পদে- ১ নং ওয়ার্ড রেনুকা চাকমা (সুর্য মূখী ফূল), শিল্পি বেগম (মাইক)। সাধারণ সদস্য পদে- ১নং ওয়ার্ড মো: আলমগীর হোসেন (টিউবওয়েল), ইউনুস আলী(তালা), মো: শফি আলম (মোরগ)। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ২ শত ৯৫ জন। পুরুষ ভোটার সংখ্যা ১৭ হাজার ৫ শত ৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ৭ শত ৬২জন। এরমধ্যে মহালছড়ি সদর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ৩শত ১১ জন। মুবাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬ শত ৯৭ জন। ক্যায়াংঘাট ইউনিয়নে ভোটার সংখ্যা ৬ হাজার ৪ শত ৬ জন। মাইসছড়ি ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৮শত ৮১ জন। নিয়ম অনুযায়ী ৪ ইউনিয়নে ৩৬ টি ভোট কেন্দ্র থাকার কথা থাকলেও কয়েকটি কেন্দ্রের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় কয়েকটি ভোট কেন্দ্র কমতে পারে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহন ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post