• November 7, 2024

মহালছড়িতে প্রান্তিক চাষীদের মাঝে ফলদ চারা বিতরণ

মহালছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ির মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মিশ্র ফলদ ও কলম চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি উপজেলা টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২৫০ জন মিশ্র ফলদ ও কলম চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্তের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেটিনা চাকমা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফলদ ও ঔষধি বাগান পাহাড়ের অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে গেছে। খাগড়াছড়ির ফলের চাহিদা ও সুনাম এখন দেশজুড়ে।  এ সুনাম ধরে রাখতে কৃষকদের আহ্বান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post