• October 7, 2024

মহালছড়িতে প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের’র অন্ত্যেষ্ঠিক্রিয়া ৩০ মার্চ

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের এর বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে অন্ত্যেষ্ঠিক্রিয়া উদযাপন অনুষ্ঠান ৩০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহামুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও অন্ত্যেষ্ঠিক্রিয়া অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি মংচুপ্রু মারমা বলেন, প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথেরকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১০ হাজারের অধিক ভক্তের সমাগম ঘটবে। সে অনুযায়ী এ মূহুর্তে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রসঙ্গত: প্রয়াত ভদন্ত খেমাসারা মহাথের ৭৯ বছর বয়সে গত মাসের ৩ ফেব্রুয়ারী বার্ধক্যজনিত কারণে সিঙ্গিনালা গ্রামের মহামুনি বৌদ্ধ বিহারে পরলোকগত হন। তিনি ভিক্ষু অবস্থায়  ৩১ (বর্ষাবাস) ওয়া পর্যন্ত মহামুনি বৌদ্ধ বিহারে অবস্থান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post