• March 25, 2025

মহালছড়িতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৭ মার্চ মঙ্গলবার সকাল ৯ টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে উক্ত দিবসের সূচনা করা হয়। এর পরেই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় বেশি জনসমাগম না ঘটিয়ে ছোট্ট পরিসরে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহালছড়ি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী/বেসরকারী সংস্থা ও উপজেলার সদরের বিভিন্ন স্কুলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রতিটি স্কুলে ১০০ টি করে গাছের চারা রোপনের কর্মসূচি পালন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post