• June 20, 2024

মহালছড়িতে বালতির পানিতে পড়ে  শিশুর মৃত্যু 

 মহালছড়িতে বালতির পানিতে পড়ে  শিশুর মৃত্যু 
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে বালতির পানিতে পড়ে ১৪ মাসের এক শিশুর মৃত্য হয়েছে। মৃত সামিয়া আক্তার চৌংড়াছড়ি গ্রামের আবুল কাশেমের মেয়ে।
স্থানীয়রা জানান, ১১ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০ টার দিকে  সামিয়া আক্তার খেলতে খেলতে মা-বাবার অজান্তে বাড়ির উঠোনে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। তখন শিশু সামিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। পরে শিশুটিকে খোঁজ নিতে গেলে বালতির মধ্যে ডুবে যাওয়া অবস্থায় পাওয়া যায়।  তাৎক্ষনিকভাবে স্থানীয়দের সহযোগিতায় মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রসিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ কিংবা  অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post