মহালছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা

মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, রাজপাড়াকে হারিয়ে সেতুবন্ধন ফাইনালে
করোনায় রামগড়ে জীপ শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের সহযোগিতায় নগদ অর্থ প্রদান করলেন ইউএনও
পানছড়িতে হত দরিদ্র আব্দুর রশিদকে ঘর দিল সেনাবাহিনী

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৩৯তম বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ

৮ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি। এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা।

২দিন ব্যাপী এ মেলায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রধান অতিথি লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি প্রথমেই মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। মেলার স্টলসমূহ পরিদর্শন শেষে এক আলোচনা সভা ও অংশগ্রহনকারী স্টলগুলোর মধ্য থেকে ৩জনকে পুরস্কার বিতরন এবং শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।