মহালছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে “কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব” প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর কার্যালয়ের প্রাঙ্গন হতে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা, মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সকল প্রকার কর্মসূচি গ্রহণ করেছেন। ২০৩০ সালের মধ্যে বিশ্বের মধ্যে এ দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ হিসেবে পরিগণিত হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।