• April 23, 2025

মহালছড়িতে বেইলি ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ ১

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে পাথরবোঝাই গাড়িসহ (ট্রাক) চেঙ্গি ব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

২২ সেপ্টেম্বর শনিবার সকাল পৌনে ১০টায় পাথর বোঝাই করা গাড়ি মুবাছড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপজেলার কালাপাহাড় মমিনুল হক নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছে। গাড়ির চালক ও হেলপার পলাতক রয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে অতিরিক্তি পাথর বোঝাই থাকার এ ঘটনা ঘটতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টায় পাথর বোঝাই গাড়িতে শ্রমিকসহ ৫জন ছিলো এর মধ্যে ৪জনকে উদ্ধার করা গেলেও ১ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তির উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post