মহালছড়িতে ব্যস্ত সময় পার করলেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ব্যস্ত সময় পার করলেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস। ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিগণ। এর পর মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস প্রধান অতিথি ও মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত’র সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এর পর পর মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, চৌংড়াছড়ি গুচ্চগ্রাম, চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। সবশেষে চৌংড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা তথ্য অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”, শীর্ষক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওয়তায় আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী মজুমদার, মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপিকা খীসা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির।
এ আলোচনা সভায় প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সারাদেশে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে বলেন, সারা দেশের মতো মহালছড়িতেও বৃদ্ধ ভাতা, মাতৃত্ব ভাতা, গর্ভকালীন ভাতা, বিধবা ভাতা, গৃহহীনদের জন্য গৃহ নির্মান প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।