মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত 

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত 

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৫ আগস

খাগড়াছড়িতে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের খামারী প্রশিক্ষণ উদ্বোধন
জমকালো আয়োজনে মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
মহালছড়িতে আইন আমন্য করায় মৎস্য ব্যবসায়ী আটক
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার সকাল ৯ টায়  উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন ও সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  জাতীয় শোক দিবস ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা৷ হয়।  পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি  উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এদিকে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীলের সভাপতিত্বে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলায়  আলোচনা সভা, পুরষ্কার বিতরণী সহ স্কুল গুলোতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।