• December 9, 2024

মহালছড়িতে লীন প্রকল্পে খাদ্য উৎপাদন ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়িতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এনজিও সংস্থা লীন প্রকল্পের উদ্যেগে খাদ্য উৎপাদন ভেন্যু চেইন উন্নয়নের জন্য কৌশল গ্রহন ও পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় লীন প্রকল্পের উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা। এ কর্মশালায়  স্থানীয় কৃষকদের সহযোগীতা ও সেবাদানের জন্য গঠিত কমিটি পাবলিক প্রাইভেট পার্টনারশী প্লাটফর্ম (পিপিপিপি) সদস্যবৃন্দ, বীজ বিক্রেতা, সবজি বিক্রেতা ও পেশাজীবি লোকজন অংশগ্রহন করেন।

আলোচকবৃন্দ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে কৃষিকাজে কিভাবে সফলতা আনা যায়, সে লক্ষে সাধারন কৃষকদের মাঝে সেবাদান ও সচেতনতা বৃদ্ধিকরণসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কৃষকদের অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি পুষ্টি জাতীয় শাক সবজি, ফলমুল উৎপাদনের জন্যও বিশেষভাবে আহবান জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post