• December 12, 2024

শীতবস্ত্র বিতরণ করলেন মহালছড়ি জোন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। ৪ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭ টায় মহালছড়ি চৌংড়াছড়ি মগ পাড়া গ্রামে মহালছড়ি জোন এর উদ্যেগে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কনকনে শীতকে উপেক্ষা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান, পিএসসি, উক্ত গ্রামের প্রায় ২ শতাধিক শীতার্তদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করেন।

এ সময়ে তিনি বলেন অত্র এলাকার গরীব, অসহায় ও শীতার্থদের কথা চিন্তা করে কম্বল বিতরন কর্মসূচি হাতে নেয়া হয়। শীত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান। এ সময় স্থানীয় ইউপি সদস্য মংশিহ্লা মারমাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post