• October 12, 2024

মহালছড়িতে শুরু হয়েছে গ্রীষ্মকালীন জাতীয় আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলাধীন মহালছড়িতে ৭ সেপ্টেম্বর(শনিবার) সকাল ১০টা থেকে মহালছড়ি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় আন্ত:স্কুল  ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত। সাথে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা,সহকারি প্রধান শিক্ষক ডায়মন্ড খীসা,মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, মহালছড়ির প্রবীন সাংবাদিক দীপক সেন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বালক-বালিকাদের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি,সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় মাধ্যমিক পর্যায়ে মহালছড়ি উপজেলাধীন বিভিন্ন স্কুল অংশগ্রহন করেছে।  এ ক্রীড়া প্রযোগিতা আগামী  ১০সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post