মহালছড়িতে সেনাবাহিনীর কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের একতা সংঘ ক্লাবে বিভিন্ন ধরণের খেলার সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। ১

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান’র পিতা’র মৃত্যুতে ওয়াদুদ ভূইয়ার শোক
স্বনির্ভরের ঘটনায় শন কুমার চাকমার মৃত্যু হয় ব্রিজ থেকে পড়ে
মূর্তি ভাংচুর ঘটনায় ভিক্ষু সংঘের সাথে প্রশাসনের মত বিনিময়

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের একতা সংঘ ক্লাবে বিভিন্ন ধরণের খেলার সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় চৌংড়াছড়ি একতা সংঘের প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমেদ পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষানুরাগী শাহাজাহান পাটোয়ারী ও একতা সংঘের সভাপতি শাহাদাত হোসেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলা শরীর স্বাস্থ্য ও মনকে প্রফুল্ল রাখে। এলাকার যুবক-যুবতীদের খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রতিটি এলাকায় সৎ কাজের জন্য শান্তি শৃংখলার পাশাপাশি সেনাবাহিনী সব সময় সাধারণের পাশে থাকে।