• December 10, 2024

মহালছড়িতে সেনাবাহিনীর কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের একতা সংঘ ক্লাবে বিভিন্ন ধরণের খেলার সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় চৌংড়াছড়ি একতা সংঘের প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমেদ পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষানুরাগী শাহাজাহান পাটোয়ারী ও একতা সংঘের সভাপতি শাহাদাত হোসেন।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলা শরীর স্বাস্থ্য ও মনকে প্রফুল্ল রাখে। এলাকার যুবক-যুবতীদের খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রতিটি এলাকায় সৎ কাজের জন্য শান্তি শৃংখলার পাশাপাশি সেনাবাহিনী সব সময় সাধারণের পাশে থাকে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post