মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক গাঁজাসহ যুবক আটক

মহালছড়ি প্রতিনিধি: মহালছড়ি জোনের সেনাবাহিনীর কর্তৃক গাঁজাসহ এক যুবককে আটক করেছে।

গত ১৪ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮টার দিকে সেনা চেক পোস্ট অতিক্রম করার সময় মো: রানা মিয়া (১৯) নামের একজনকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। আটক রানা মিয়া মহালছড়ি সদর এলাকার পোস্ট অফিস পাড়ার মো: বেলাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা মিয়া দীর্ঘদিন যাবত সে এ ধরণের গাঁজা ব্যবসার সাথে জড়িত থেকে বিভিন্ন এলাকায় পাচার করার কথা স্বীকার করে। আটক করার সময় তার হাতে গাঁজা, নগদ টাকা ও দামি মোবাইল সেট পাওয়া যায়।

মহালছড়ি জোনের সেনাবাহিনীর সূত্রে জানা যায়,  রানা মিয়াকে ধরার পর মহালছড়ি থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির জানান, গাঁজাসহ রানা মিয়া নামের একজনকে আটক করা হয়েছে এবং তাকে মাদ্রক দ্রব্য আইনে মামলা করে ১৫ অক্টোবর সোমবার সকালে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post