মহালছড়িতে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধনপুতি নামক দুর্গম পাহাড়ি অধ্যুষিত এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে

লক্ষ্মীছড়িতে ইয়াবাসহ একজন আটক
খাগড়াছড়িতে গৃহবধু প্রীতি রানী হত্যা: নির্যাতনের কারণেই মৃত্যু আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্ধী
খাগড়াছড়ি পৌরনির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন, কাউন্সিল’র প্রার্থীকে অর্থদন্ড

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধনপুতি নামক দুর্গম পাহাড়ি অধ্যুষিত এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। ৩১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ধনপুতি এলাকার জনসাধারণের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা নিতে  বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান এর নেতৃত্বে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেন।

আরএমও ক্যাপ্টেন ইমরান বলেন, এলাকার সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এ দুর্গম এলাকায় এসে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম জোনের আওতাধীন চিকিৎসা বঞ্চিত দুর্গম এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে।