Homeস্লাইড নিউজশিরোনাম

মহালছড়িতে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধনপুতি নামক দুর্গম পাহাড়ি অধ্যুষিত এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে

কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করলো পাহাড়ি অনাথ শিশুরা
লকডাউন সচেতনতায় প্রশাসনের সাথে মাঠে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস
মহালছড়িতে ব্যস্ত সময় পার করলেন খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধনপুতি নামক দুর্গম পাহাড়ি অধ্যুষিত এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। ৩১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ধনপুতি এলাকার জনসাধারণের মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা নিতে  বিভিন্ন জায়গা থেকে আসা রোগীদের মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান এর নেতৃত্বে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেন।

আরএমও ক্যাপ্টেন ইমরান বলেন, এলাকার সেনাবাহিনী নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে এ দুর্গম এলাকায় এসে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এ কার্যক্রম জোনের আওতাধীন চিকিৎসা বঞ্চিত দুর্গম এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্পেইন বসিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হবে।