• June 16, 2024

মহালছড়ির আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান

 মহালছড়ির আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান
খাগড়াছড়ি প্রতিনিধি: মাসব্যাপী দানোত্তম কঠিন চিবর দানের শেষদিনে মহালছড়ি উপজেলার উল্টাছড়ি আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন “অনুবুদ্ধ” ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)। এতে ধর্মীয় পাঠ করান প্রজ্ঞা কল্যান ভিক্ষু। এসময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার, সংঘদান, কল্পতরু দান, দানোত্তম কঠিন চীবরদান সহ ধর্মদেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যানমিত্র বড়ুয়া। অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, এডভোকেট সুপাল চাকমা, কায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, মহাত্যাগী “অনুবুদ্ধ” ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তের) একযুগ ধ্যান সাধনার ১ম স্থান ছিলো আয্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post