মহালছড়ির আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান

Homeস্লাইড নিউজশিরোনাম

মহালছড়ির আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান

খাগড়াছড়ি প্রতিনিধি: মাসব্যাপী দানোত্তম কঠিন চিবর দানের শেষদিনে মহালছড়ি উপজেলার উল্টাছড়ি আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান

দীঘিনালায় ট্রাক চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
ফেনী নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর করুন মৃত্যু
খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
খাগড়াছড়ি প্রতিনিধি: মাসব্যাপী দানোত্তম কঠিন চিবর দানের শেষদিনে মহালছড়ি উপজেলার উল্টাছড়ি আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ১২তম দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন “অনুবুদ্ধ” ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)। এতে ধর্মীয় পাঠ করান প্রজ্ঞা কল্যান ভিক্ষু। এসময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার, সংঘদান, কল্পতরু দান, দানোত্তম কঠিন চীবরদান সহ ধর্মদেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যানমিত্র বড়ুয়া। অন্যান্যের মধ্যে জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা, এডভোকেট সুপাল চাকমা, কায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, মহাত্যাগী “অনুবুদ্ধ” ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তের) একযুগ ধ্যান সাধনার ১ম স্থান ছিলো আয্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহার।