• July 27, 2024

মহালছড়ির সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব

 মহালছড়ির সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে বিশ্ব শান্তি কামনায় টানা ৭২ ঘন্টা স্বধম্ম পট্ঠান সূত্র পাঠ সমাপনী ও কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর সোমবার সিঙিনালা মহামুনি বৌদ্ধ বিহারে জেলার বিভিন্ন স্বনামধন্য বৌদ্ধ বিহার থেকে আগত শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মহামুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সুমনা মহাথের।
এসময় পূণ্য সঞ্চয়ের জন্য বিভিন্ন বয়সের হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল সাড়ে ৯ টায় পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, বুদ্ধমূর্তি দান, সংঘদান, আকাশবাত্তি দান ও চিবর দান করা হয়। দ্বিতীয় পর্ব বিকাল ২টায় আগত ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা শ্রবন ও সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।  সন্ধ্যায় চুলামনি ধাতু চৈত্যর উদ্দেশ্যে ফানুস উত্তোলন করার কথা রয়েছে।
বৌদ্ধ ধর্মীয় মতে, পটঠান পাঠ করলে সকল প্রকার ভয় অন্তরায় উপদ্রব ও বিপদ হতে রক্ষা পাওয়া যায়। যশ খ্যতির অধিকারী হয়। দেব ও মনুষ্যের প্রিয়তা লাভ করা যায়। অশান্ত মন শান্ত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post