• July 27, 2024

মহালছড়ি জোনে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ফজরের নামাজের পর পরই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনার্থে মোনাজাত করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিদেরকে নিয়ে দুপুরে  প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মেহেদি হাসান পিএসসিসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভূয়াছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন খেলাধূলার সামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন সাজিদ সাত্তার।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post