মহালছড়ি জোনে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রীতিভোজ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ফজরের নামাজের পর পরই

মহালছড়ির বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন
মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ‘ময়ূরখীল সেতুবন্ধন ক্লাব’ চ্যাম্পিয়ন
মানিকছড়ি বেদে পল্লীতে ত্রাণ সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ফজরের নামাজের পর পরই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনার্থে মোনাজাত করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিদেরকে নিয়ে দুপুরে  প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ সময় মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মেহেদি হাসান পিএসসিসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভূয়াছড়ি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন খেলাধূলার সামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন সাজিদ সাত্তার।