• December 23, 2024

মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সেনাবাহিনীর খেলাধূলা সামগ্রী বিতরণ

মহালছড়ি প্রতিনিধি:  খাগড়াছড়ির মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধূলা সামগ্রী বিতরণ করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী।

৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে খেলাধূলা সামগ্রী বিতরণ করেন মহালছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, প্রতিষ্ঠানের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, সহকারী অধ্যক্ষ কংজরী মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

খেলাধূলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। খেলাধূলা মন ও শরীরকে সতেজ রাখে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। সর্বোপরি খেলাধূলা ব্যতীত লেখাপড়া অসম্পূর্ণ থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, জোনের আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post