মহালছড়ি সদর ইউনিয়নে নৌকার সমর্থনে শোডাউন
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: আসন্ন ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে বিশাল প্রচারণামূলক শোডাউন করেছে মহালছড়ি সদর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রতন কুমার শীল।
২৬ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় নৌকা প্রতীকের সমর্থনে বিশাল মিছিল সহকারে বিশাল শোডাউন করেছে রতন কুমার শীল এর কর্মী সমর্থকেরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শোডাউনটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা শেষে সমাপ্ত হয়।
আজ থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। আর মাত্র ১ দিন পরেই হচ্ছে ভোটগ্রহন। মহালছড়িতে ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯৪০ জন আর নারী ভোটার ৬ হাজার ৩৭১ জন।