• November 7, 2024

মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি:খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে “সেবা নিন, কর দিন, ইউনিয়ন পরিষদের উন্নয়নে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ মে রবিবার সকাল ১১ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এর সভাপতিত্বে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব শান্তি মোহন চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে  ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউপি সচিব শান্তি মোহন চাকমা। ঘোষিত বাজেটে ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ও উন্নয়ন আয় এর লক্ষ্যমাত্রা ৮৭ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৩২ টাকা । বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়ন খাতে আয় হয়েছিল, ৬৮ লক্ষ ৩৯ হাজার ৭ শত ৩৮ টাকা।

অধিবেশনে উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন ও বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার অঙ্গিকার ব্যক্ত করে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মহালছড়ি সদর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে চান তিনি। এরই ধারাবাহিকতায় মহালছড়ি সদর ইউনিয়নে আগামী ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আয় বিগত অর্থ বছরের তুলনায় অনেক বেশী নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে কর উত্তোলনের ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ প্রশ্নোত্তর পর্বে ঘোষিত বাজেটটি উন্নয়নমূখী বাজেট  উল্লেখ করে উপস্থিত সকলেই পরিষদের চেয়ারম্যান ও সদস্যবর্গকে প্রশংসা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post