মাইজভাণ্ডারী গণহিতৈষী ত্বরীকা ও দর্শনকে বিশ্ব মানবতার কল্যাণে সর্বত্র ছড়িয়ে দিতে হবে
ডেস্ক রিপোর্ট: মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার সভাপতি হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর (মা.জি.আ.) ৫২তম খোশরোজ শরিফ ও মইনীয়া যুব ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ, মাদকের বিরুদ্ধে মানববন্ধন, গণস্বাক্ষর, ব্লাড গ্র“পিংসহ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে ২৪ ফেব্র“য়ারি ২০১৯, মঙ্গলবার, মাইজভাণ্ডার দরবার শরিফে পালিত হয়েছে। ৫২তম খোশরোজ শরিফে হাজারো ভক্ত জনতার ফুলেল শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এতে সভাপতিত্ব করেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, মাইজভাণ্ডারী ত্বরীকা ও দর্শন সর্বমানবতার কল্যাণের আধার। সর্বশ্রেণীর মানুষের মুক্তির দিকদর্শন হিসেবে মাইজভাণ্ডারী ত্বরীকার প্রবর্তন করেন গাউছুল আ’যম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)।
আর মাইজভাণ্ডারী ত্বরীকাকে দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন মাইজভাণ্ডারী মহাত্মাগণ। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, মাইজভাণ্ডারী গণহিতৈষী গণবাদী ত্বরীকা ও দর্শনকে বিশ্ব মানবতার কল্যাণে দেশে দেশে ছড়িয়ে দিতে হবে। নিতে হবে বুদ্ধিবৃত্তিক, সাংগঠনিক ও প্রতিষ্ঠানিক নানা পদক্ষেপ। তিনি মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন সর্বক্ষেত্রে তুলে ধরতে মইনীয়া যুব ফোরামসহ যুব সমাজের প্রতি আহ্বান জানান। তাছাড়া আগামী দিনেও যাতে মাইজভাণ্ডারী ত্বরীকার প্রচার-প্রসারে অবদান রাখতে পারেন এজন্য ভক্ত জনতার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী (মা.জি.আ.), শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী (মা.জি.আ.), শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল্-হাসানী মাইজভাণ্ডারী (মা.জি.আ.), হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব খলিফা আল্হাজ্ব কাজী মহসীন চৌধুরী।
যুব মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খলিফা আসলাম হোসাইন। অতিথি ও আলোচক ছিলেন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, আল্হাজ্ব কবীর চৌধুরী, সাধারণ সম্পাদক খলিফা শাহ্ মুহাম্মদ আলমগীর খাঁন, চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা বোরহান উদ্দিন, দক্ষিণ জেলা আন্জুমান সাধারণ সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ, ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন- মুফতী খাজা বাকী বিল্লাহ আল-আজহারী, আমতল ছিদ্দিকীয়া মঈনীয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা বাকের আনসারী, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মইনীয়া যুব ফোরামের চট্টগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল ওয়াদুদ রিপন, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন (রুবেল), সদস্য সচিব রোবায়েত চৌধুরী, মো: হুমায়ুন কবির, কুমিল্লা মহানগর যুব ফোরাম আহ্বায়ক মো: হাবিবুর রহমান পায়েল, কুমিল্লা সদর থানার আহ্বায়ক দিদারুল হক রিমন, গাজীপুর মহানগর মইনীয়া যুব ফোরাম সদস্য সচিব মো: রাকিবুর রহমান, শ্রীপুর থানা আহ্বায়ক জোনায়েদ সিদ্দিকী, ঢাকা মহানগর সমন্বয় কমিটির সদস্য সচিব গোলাম রাব্বি, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ফয়েজ আহমদ প্রমুখ। সালাত-সালাম শেষে দেশ-জাতির শান্তি-অগ্রগতি-কল্যাণ এবং বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি ও পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।