• July 27, 2024

মাইজভাণ্ডার দরবার শরীফে আজ গাউসুলআজম শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (ক.)’র চেহলাম

উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলনকেন্দ্র ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক খাতেমুল অলদ, গাউসুলআজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্‌ মাইজভাণ্ডারী (ক.)’র ১১২-তম ওরশ পরবর্তী চেহলাম (চার দিনের ফাতেহা) আজ ২৬ জানুয়ারী, শুক্রবার মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের ঐতিহ্যের ধারাবাহিকতায় দরবার-এ-গাউসুলআজম মাইজভাণ্ডারীর মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)’র ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় এবছরও  বিপুল সংখ্যক আশেক-ভক্তের উপস্থিতিতে চেহলাম সুশৃঙ্খলভাবে সম্পাদন করার সমস্ত আয়োজন ইতোমধ্যে গৃহীত হয়েছে। প্রতি বছর এইদিনে সকাল থেকেই দূর দুরান্ত হতে বিভিন্ন ফলাহার সামগ্রী নিয়ে আশেক, ভক্ত, জায়েরীনগণ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মুখে মাইজভাণ্ডার শাহী ময়দানে আসতে থাকে। বাদ মাগরিব গাউসুলআজম মাইজভাণ্ডারীর রওজা-এ-পাকে মিলাদুন্নবী ও তাওয়াল্লোদে গাউছিয়া শেষে আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় দোয়া করা হয়। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর পরিচালনায় মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী। এতে উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব), শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্র, দায়রা, জেলা, উপজেলা ও আঞ্চলিক শাখা সংগঠনের সদস্যবৃন্দসহ । মীলাদ ও মোনাজাত শেষে উপস্থিত আশেক, ভক্তদের সকলের মাঝে ফলাহার তাবারুক বিতরণ করা হবে। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীন শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর পক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারীর ফয়েজ বরকত হাসিলের আহবান জানান নায়েব মোন্তাজেম শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post