মাইজভান্ডার ওরশ: উন্মুক্ত বেলায়তের অধিকারী ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারী
ফটিকছড়ি প্রতিনিধি: দরবারে-গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের শাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী ডা: সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.জি.আ) বলেছেন, বাংলার জমিনে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম মাইজভান্ডারী শাহসুফী হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) ছিলেন উন্মুক্ত বেলায়তের অধিকারী। যার আগমনের সু-সংবাদ সয়ং রাসুল (দ.) উনার পিতাকে দিয়েছিলেন। বলেছেন, আমার মাহবুব এসেছে আপনার ঘরে। আমার আদি নাম আহমদ এর সাথে আল্লাহ নাম যুক্ত করে ”আহমদ উল্লাহ” তার নাম রাখা হলো। সেই আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) শরীয়ত ও তরিকতের দীক্ষা নেওয়ার পর জাতি-ধর্ম-বর্ণ-কর্ম-মানব-দানব ও জীবের প্রয়োজনীয়তার সাথে সমন্বয় করে প্রতবর্তন করেছেন মাইজভান্ডারী তরিকা। গাউছুল আজম মাইজভান্ডারী ছিলেন, উন্মুক্ত বেলায়তের অধিকারী। তাই তিনি বলেছেন, যে কেহ আমার কাছে সহায়তা চাইবে আমি সহায়তা করবো। তাই আত্মশুদ্ধি অর্জনে মানুষ আল্লাহর অলিদের দরবারে আসে। মাইজভান্ডার দরবার শরীফ অলিদের আঁতুরঘর। গাউসুল আজম মাইজভান্ডারীর (ক.) নজরে অসংখ্য অলি পৃথিবীতে বিরাজ করছে। অলিদের সান্নিধ্যে গেলে মানুষ নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ পায় এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিণত হয়। আজ মহান উন্মুক্ত বেলায়তের অধিকারীর ওরশের শুভ সুচনা করছি আমরা।
তিনি সোমবার বিকেল ৩টায় সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর ১১২তম ওরশ উপলক্ষ্যে মাজারে গোসল শরীফ ও গিলাফ ছড়ানো প্রাক্কালে মেহমানে আ’লা হিসেবে বক্তব্য রাখছিলেন। এসময় উপস্থিত ছিলেন, মাইজভান্ডার গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ হাসান (ম.জি.আ), সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.জি.আ), মুন্তাজেম শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভান্ডারী, মুন্তাজেম শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী, শাহাজাদা সৈয়দ আহমদ মাঈন হোসাইন মাইজভান্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ হোসাইন ডা. সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী, আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ন মহাসচিব নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর কমিটির সেক্রেটারী এনামুল হক চৌধুরী, অধ্যক্ষ দারুতালিম মাওলানা নুরুল আবছার শরীফ, মাওলানা আলাউদ্দিন হোসাইনী, কাজী জাহাংগীর হাফিজ প্রমুখ।